spot_img

৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ত্রিদেশীয় সিরিজের আগে বিদেশে ক্যাম্প করবে বাংলাদেশ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আগে নিউজিল্যান্ড-পাকিস্তানসহ ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এই ত্রিদেশীয় সিরিজের আগে বিদেশে ক্যাম্প করবে সাকিব আল হাসানের দল, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

আগামী ৭ অক্টোবর থেকে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজটি খেলবে বাংলাদেশ। এর আগেই চার দিনের ক্যাম্পে যাবে টাইগাররা। যদিও এখনও কোন দেশে ক্যাম্পে যাবে বাংলাদেশ, সেটা এখনও ঠিক হয়নি।

সম্ভাব্য দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত বা ওমানের নাম শোনা যাচ্ছে বিসিবি প্রাঙ্গণে। যদিও এখনও তা নিশ্চিত করেনি বিসিবি। তবে পাপনের ভাষ্যে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতে ক্যাম্প হলেও শারজাহতে ক্যাম্প করতে আগ্রহী নয় বিসিবি।

পাপন বলেন, ‘ত্রিদেশীয় সিরিজের আগে বিদেশের মাটিতে আমরা একটা ক্যাম্প করতে চাই। ক্যাম্পটা কোথায় হতে পারে, সেটা নিয়েই আমরা আলোচনা করছি। আজকে এখানে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এক্সপ্লোর করব। এরই মধ্যে আমরা দুই-তিনটা দেশের সাথে আলাপ করেছি। আশা করি, কালকের মধ্যে জানাতে পারব।’

দেশ নির্ধারণ করে সেপ্টেম্বরের ২২ বা ২৩ তারিখেই ক্রিকেটারদের সেখানে পাঠানোর আশা করছে বিসিবি। বিসিবির চাহিদা যে দেশ পূরণ করতে পারবে, সে দেশকেই ক্যাম্পের জন্য ঠিক করবে তারা।

পাপন আরও বলেন, ‘২২-২৩ তারিখের মধ্যেই আমরা ক্যাম্প করতে যেতে চাই। আসলে যে দেশে যাচ্ছি, আগে তাদের কন্ডিশনটাও আমাদের জানতে হবে যে আমরা যে যে ফ্যাসিলিটি চাচ্ছি সেগুলো ওরা দিতে পারবে কিনা। আমাদের যেই যেই শর্ত আছে, সেগুলো যদি তারা পূরণ করতে পারে তাহলেই আমরা যাব।’

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss