spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

 ভিডিওবার্তায় চট্টগ্রাম ভক্তদের উদ্দেশ্যে যা বললেন গেইল

ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ওপেনার ক্রিস গেইলের বিপিএলে খেলা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছিল। অবশেষে সেই অনিশ্চয়তা দূর হয়েছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়েই বিশেষ আসরে খেলবেন তিনি। যদিও টুর্নামেন্টের শুরু থেকে তাকে পাচ্ছে না দলটি।

চট্টগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, সব শঙ্কা কাটিয়ে বঙ্গবন্ধু বিপিএলে খেলবেন গেইল। তবে পুরো আসরে তাকে পাবে না দল। কিন্তু পরের দিকে মাঠ মাতাবেন এ জ্যামাইকান হার্ডহিটার।

দলটির কথায় বাস্তবে ফলল। এক ভিডিওবার্তায় তাদের আশ্বস্ত করলেন গেইল। ভক্তদের উদ্দেশে তার পাঠানো ভিডিওবার্তা নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন তারা। ক্যাপশনে লিখেছে– ইউনিভার্স বসের পক্ষ থেকে বাংলাদেশের জন্য ভালোবাসা-শ্রদ্ধা।

সেই বার্তায় গেইল বলেন, হ্যালো বাংলাদেশ, টি-টোয়েন্টি কিং গেইল এখানে। আমি আসছি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে আসন্ন বিপিএল খেলতে। শিগগির দেখা হচ্ছে।

 

https://www.facebook.com/ctgchallengers/videos/583746912186753/

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss