spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

হালদায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

হালদা নদীতে নিখোঁজ মুহাম্মদ আনাসের (১৪) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হালদা নদীর স্লুইস গেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মুহাম্মদ আনাস গড়দুয়ারা এলাকার মুহাম্মদ আবু তাহেরের ছেলে। সে হাটহাজারীর একটি মাদরাসার ৮ম শ্রেণির ছাত্র।

হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. শাহাজাহান বলেন, গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে হালদা নদীর পাড়ে কয়েকজন কিশোর ফুটবল খেলার সময় ফুটবলটি নদীতে পড়ে যায়। তখন তিন জন বলটি আনতে হালদা নদীতে ঝাঁপ দেয়। দুইজন ফিরে আসতে পারলেও আনাস তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একদল কর্মী হালদা নদীর ঘটনাস্থলে বৃহস্পতিবার ও শুক্রবার উদ্ধার অভিযান চালায়। শনিবার সকালে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে মরদেহ ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেছে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss