spot_img

২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত সালমান খান

দীপাবলি উপলক্ষে চলতি সপ্তাহের বিগ বসের পর্বে বিশেষ আয়োজন করা হয়েছিল। সালমান খানের সঙ্গে প্রধান অতিথি হিসেবে করণ জোহরের আসার কথা ছিল।

কিন্তু দর্শকদের আর সালমান খানের সঙ্গে করণ জোহরের খুনসুটি আর দেখা হল না। করণ জোহর বিগবসে আসছেন। কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন সলমন খান।

বিগবসের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকটি সপ্তাহে সলমন খানের জায়গায় বিগবস সঞ্চালনা করবেন খোদ করণ জোহর। জানা গেছে, সলমন খান ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। কিন্তু আপাতত কয়েক সপ্তাহ বিশ্রামের প্রয়োজন। সেখান থেকেই করণ জহরকে সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে কালারস টিভি চ্যানেলের তরফে একটি প্রোমো প্রকাশ করা হয়েছে। সেখানে সঞ্চালকের ভূমিকায় করণ জোহরকে দেখতে পাওয়া গেছে। কালারস চ্যানেলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা গিয়েছে এই ট্রেলরটি।

সেখানে বলা হচ্ছে, ‘বিগ বসের বাড়িতে অর্চনার সঙ্গে গোরির লড়াই, করণ জোহরের প্রশ্নে জেরবার তাঁরা। সপ্তাহ শেষে কী হবে তাঁদের হাল?’ চ্যানেলটির ট্রেলারে দেখা যাচ্ছে অর্চনা গৌতমের সঙ্গে খারাপ ব্যবহারের জন্য করণ জোহর গোরি নাগোরিকে তিরস্কার করছেন। সেখানে যদিও সলমন খানকে করণ জোহরের পাশে দেখা যাচ্ছিল না। সলমন খানের ডেঙ্গু ধরা পড়ার পর থেকেই বিগ বস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিলেন।

সোশ্যাল মিডিয়ায় সল্লু মিঞার ফ্যানরা উদ্বেগ নিয়েই প্রশ্ন করেছিলেন , অসুস্থ অবস্থায় তিনি কি সঞ্চালনার কাজ চালিয়ে যাবেন। নেটিজেনরা তাঁদের উত্তর পেয়ে গেছেন। অসুস্থ শরীর নিয়ে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন খান সলমন খান। সঞ্চালকের ভূমিকায় থাকবেন করণ জোহর।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss