spot_img

৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনায় আক্রান্ত অজি স্পিনার জাম্পা

শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার কয়েক ঘণ্টা আগে অজি শিবিরে দুঃসংবাদ। করোনাভাইরাসে আক্রান্ত অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে পারবেন কি না তা এখনও নিশ্চিত নয়।

এক বার্তায় অস্ট্রেলিয়া দলের এক মুখপাত্র জানান, মঙ্গলবারের পরীক্ষায় করোনা ধরা পড়ে অজি লেগস্পিনারের। মৃদু উপসর্গ রয়েছে তার। এশিয়া কাপ চ্যাম্পিয়নদের বিপক্ষে বড় এই ম্যাচের দলে নিশ্চিতভাবে জায়গা পেতেন জাম্পা। কিন্তু কোভিড ধরা পড়ায় তার খেলা শঙ্কায় পড়ে গেলো।

আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, করোনা আক্রান্ত হলেও কোনও ক্রিকেটার মাঠে নামতে পারবেন। তিনি ব্যাট, বল, ফিল্ডিং সব করতে পারবেন। তবে বাকিদের থেকে একটু সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে তাকে।

এবারের বিশ্বকাপেই আগে এই ধরনের ঘটনা ঘটেছে। বাছাইপর্বে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচে করোনা আক্রান্ত হওয়ার পরেও নেমেছিলেন আয়ারল্যান্ডের জর্জ ডকরেল। এখন দেখার বিষয়, জাম্পাও খেলতে নামেন কি না। তবে অস্ট্রেলিয়া শেষপর্যন্ত যদি জাম্পাকে না খেলায় তাহলে তার বদলে ডাক পেতে পারেন বাঁহাতি স্পিনার অ্যাস্টন অ্যাগার।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss