শুরুর ১৫ রানে তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গেলেও চতুর্থ উইকেটে মিচেলকে নিয়ে ৮৪ রানের জুটি গড়ে দলের সেই ধাক্কা সামাল দিয়ে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে দলকে চ্যালেঞ্জিং স্কোর এনে দিয়েছেন। জয়ের জন্য শ্রীলঙ্কাকে করতে হবে ১৬৮ রান।
শনিবার (২৯ অক্টোবর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর ২টায়। ম্যাচটি সরাসরি দেখাচ্ছে টি-স্পোর্টস ও গাজি টিভি।
দুই দলে আছে একটি করে পরিবর্তন। বিনুরা ফার্নান্দোর বদলে কাসুন রাজিথা এসেছেন শ্রীলঙ্কা একাদশে। আর নিউজিল্যান্ড দলে ঢুকেছেন ড্যারিল মিচেল বাদ পড়েছেন মার্ক চ্যাপম্যান।
নিউজিল্যান্ড স্কোয়াড
ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, জিমি নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
শ্রীলঙ্কা স্কোয়াড
পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, লাহিরু কুমারা ও কাসুন রাজিথা।


