আজ সোমবার সকাল ৯ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের গ্যালারি- ২ তে আনুষ্ঠানিকভাবে কেক কেটে Chittagong University Math Club এর শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আমান উল্ল্যাহ্।
এসময় আরো উপস্থিত ছিলেন গণিত বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ ফোরকান,প্রফেসর ড. এ.এস.এম. মঈনউদ্দীন,এসোসিয়েট প্রফেসর লিপন চন্দ্র দাশ।
অনুষ্ঠানে প্রফেসর ড. মোহাম্মদ আমান উল্লাহ বলেন,” গণিতের বিকাশ ও গণিতের ভয়কে জয় করার উদ্দেশ্যে যেন এই ক্লাবের কার্যক্রম পরিচালিত হয় এবং এর কার্যক্রমে যেন কারো একাডেমিক পড়ালেখার ব্যাঘাত না ঘটে সেদিকে দৃষ্টি রাখতে হবে।শিক্ষার্থীরা রেজাল্ট ভালো করলে তাদের ক্যারিয়ারের জন্য ভালো গাইডলাইন এবং রেজাল্ট আশানুরূপ না হলে কীভাবে ওভারকাম করা যায় সে বিষয়ে যেন দিক নির্দেশনা দেওয়া হয়।এই ক্লাব যেন একদিন বাংলাদেশের সেরা ক্লাব হয়ে উঠে সে বিষয়ে যত ধরনের সহযোগিতা প্রয়োজন গণিত বিভাগ হতে সকল সহযোগিতা প্রদান করা হবে।সর্বোপরি তিনি ম্যাথ ক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করেন।”
অনুষ্ঠানে প্রফেসর ড. মোহাম্মদ ফোরকান বলেন,” এই ক্লাব এমন একটি প্লাটফর্ম হয়ে উঠুক যার মাধ্যমে একাডেমিক বইয়ের বাইরে যেসব গাণিতিক সমস্যা আছে সেগুলো দিয়ে কীভাবে নতুন কিছু করা যায় সে বিষয়ে যেন ভালোভাবে নজর দেওয়া হয়।তিনি আরও বলেন “Math is the language of science”।এটি ছাড়া সাইন্স অচল।তাই এই ক্লাবের সদস্যদের যেকোনো সমস্যায় আমরা সবসময় পাশে থাকবো।”
প্রফেসর ড. এ.এস.এম. মঈনউদ্দীন বলেন,এ.এস.এম. মঈনউদ্দীন বলেন,”এই গনিত ক্লাবের ফলে যেন জুনিয়র সদস্যরা শুরু থেকেই তাদের ক্যারিয়ার নিয়ে ভালো দিকনির্দেশনা পায় সেদিকে যেন গুরুত্ব দেওয়া হয়।এছাড়া গণিত বিভাগের মধ্যে অলিম্পিয়াড আয়োজনের মাধ্যমে যেন শিক্ষার্থীদের ট্যালেন্টগুলা খুঁজে বের করা হয়”।
এসোসিয়েট প্রফেসর লিপন চন্দ্র দাশ বলেন,”এই ম্যাথ ক্লাবের মাধ্যমে যেন ছাত্র শিক্ষকদের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠে সেদিকে নজর দেওয়া।এছাড়া ক্লাবের পক্ষ থেকে যেন নিয়মিত অলিম্পিয়াড আয়োজন এবং উচ্চশিক্ষা ও গবেষণার বিষয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয় সেদিকে গুরুত্ব দিতে হবে।”
ম্যাথ ক্লাবের ফাউন্ডার মো. হাবিবুর রহমান বলেন,”গাণিতিক ধারণাকে মানুষের কাছে জনপ্রিয় ও সহজ করা এবং গণিতের বিবর্তনের সাথে আপডেট হওয়াটাইটাই এই ক্লাবের মূল লক্ষ্য।আমরা একাডেমিক পড়া শেষে যখন চাকরীক্ষেত্রে যাব তখন আমাদের সিভিতে একাডেমিক রেজাল্ট ছাড়া এড করার তেমন কিছুই থাকেনা।আমরা যাতে সিভিতে নিজের ভালো কিছু দক্ষতা এড করতে পারি সে লক্ষ্যে এই ক্লাবের পক্ষ থেকে সদস্যদের সকল সাপোর্ট দেওয়া হবে।আমাদের অনেকের রেজাল্ট ভালো কিন্তু তার একাডেমিক পড়া শেষে কোনদিকে যাওয়া উচিৎ সে বিষয়ে সঠিক গাইডলাইন দেওয়াই আমাদের উদ্দেশ্য।কারো হয়তো প্রথমদিকে রেজাল্ট আশানুরূপ নাও হতে পারে বাট তাকে কীভাবে সেটা থেকে ওভারকাম করানো যায় সে বিষয়েও নির্দেশনা দেওয়া হবে।একাডেমিক পড়া শেষে সিদ্ধান্ত নিতে যেন সময় নষ্ট না হয় সেদিকেও নজর রাখা হবে।”
ক্লাবের কো-ফাউন্ডার মিশকাত হোসাইন ছিদ্দিকী বলেন- “১৯৬৮ সালের ১লা নভেম্বর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের যাত্রা শুরু হলেও আমাদের একাডেমিক পড়ার বাইরে কিছু শিকার তেমন কোনো প্লাটফর্ম নেই তাই এই ক্লাব সেই অভাব পূরনে সাহায্য করবে।গবেষণা,উচ্চশিক্ষা ও বিসিএস ক্ষেত্রে ম্যাথ ক্লাব সহায়ক ভূমিকা পালন করবে। মূলত ক্লাবের উদ্দেশ্যই হচ্ছে আমাদের নিজেদেকে দক্ষতাগুলোকে কাজে লাগিয়ে নিজেদের সুন্দরভাবে তৈরি করা”।
ক্লাব সম্পর্কে আব্দুর নূর বলেন-” এমন কোনো সেক্টর নেই যেখানে আমাদের গনিতের ছাত্ররা নেই। কাজেই যে যেসব সেক্টরে যেতে আগ্রহী এই ম্যাথ ক্লাব থেকে পূর্ণ সহায়তা করা হবে এবং বিভিন্ন সেক্টরের সিনিয়রদের সহায়তা পেয়ে নিজেকে ভালোভাবে তৈরি করা হবে।”
ক্লাব নিয়ে মোহাম্মদ শরীফ হোসেন বলেন,”আমি যখন থিসিস করতে যাই তখন আমাকে গাইড দেওয়ার মতো তেমন কাউকে পাইনি বাট এখন এই ক্লাবের মাধ্যেমে শিক্ষার্থীরা শুরু থেকেই প্রোপার গাইডলাইন পেতে পারবে”।
ক্লাব নিয়ে ইয়াছিন আরাফাত বলেন,”দেশের সাথে তাল না মিলিয়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে কীভাবে গণিতকে কাজে লাগানো যায় সেভাবেই ক্লাব মেম্বারদের তৈরি করাটাই হোক এই ক্লাবের উদ্দেশ্য।”
বিভাগের সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাশা ব্যক্ত করেন গণিতকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের আরো দক্ষ করতে Chittagong University Math Club অগ্রণী ভূমিকা রাখবে।
চস/আজহার