spot_img

২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পুরুষদের পর মেয়েদেরও স্বর্ণ জয় আর্চারিতে

এবারের সাউথ এশিয়ান গেমসে (এসএ গেমস) আরচারিকে ঘিরেই ছিল সবচেয়ে বেশি প্রত্যাশা। অন্তত ৬টি স্বর্ণ জেতার আশা নিয়েই নেপালে গিয়েছেন বাংলাদেশের আরচাররা।

হতাশ করেননি দেশের তারা। আজ (রোববার) এসএ গেমসের অষ্টম দিনে ছেলেদের রিকার্ভ দলগত ইভেন্টের পর মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্টেও স্বর্ণপদক জিতল বাংলাদেশ।

দুটি ইভেন্টের ফাইনালেই শ্রীলঙ্কার দলকে হারিয়েছে বাংলাদেশ। সবমিলিয়ে চলতি আসরে বাংলাদেশের স্বর্ণপদকের সংখ্যা এখন দাঁড়াল ৯।

আরচারি থেকে আরও ৪টি স্বর্ণ জেতার সম্ভাবনা রয়েছে আজ। যেখানে রিকার্ভ পুরুষ এককের ফাইনালে রোমান সানা, মেয়েদের রিকার্ভ এককের ফাইনালে ইতি খাতুন, ছেলেদের কমপাউন্ড এককের ফাইনালে সোহেল রানা, মেয়েদের কমপাউন্ড এককের ফাইনালে লড়বেন সোমা বিশ্বাস।

এর আগে গত সাতদিনে আরও ৭টি স্বর্ণ জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় দিন দেশকে প্রথম স্বর্ণ এনে দিয়েছিলেন তায়কোয়ান্দোর দিপু চাকমা।

পরে তৃতীয় দিন তিনটি স্বর্ণ জেতেন কারাতেকারা। মাঝে তিনদিন স্বর্ণখরা থাকার পর গতকাল (শনিবার) ২টি স্বর্ণ আসে ভারোত্তলন থেকে, ফেন্সিং থেকেও আসে ১টি স্বর্ণ।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss