টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে যাবার লক্ষ্যে শ্রীলংকার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। যেখানে প্রথমে ব্যাট করা লংকানরা পাথুম নিসাঙ্কার হাফসেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান করেছে।
আজ শনিবার (৫ নভেম্বর) সুপার টুয়েলভের গ্রুপ ওয়ানের ম্যাচে খেলছে দুদল। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি মাঠে গড়ায়। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লংকান অধিনায়ক দাসুন শানাকা।
প্রথমে ব্যাটিংয়ে নেমে শ্রীলংকার শুরুটা হয় দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে ৪ ওভারে ৩৯ রান তোলেন দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস। অবশেষে মেন্ডিসকে ১৮ রানে বিদায় করে জুটি ভাঙেন ক্রিস ওকস।
তবে লংকানদের হয়ে লড়াইটা একাই করে যান নিসাঙ্কা। ১৬তম ওভারে আদিল রশিদের বলে আউট হওয়ার আগে এই ব্যাটার ৪৫ বলে ৬৭ রানের ইনিংস খেলেনে। তিনি ২টি চার ও ৫টি ছক্কা হাঁকিয়েছেন। এছাড়া ২২ রান করেন ভানুকা রাজাপাকসে। তবে দলের বাকিদের আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে না পারলেও ইনিংস বড় করতে পারেনি শ্রীলংকা।
ইংলিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান পেসার মার্ক উড।
বিশ্বকাপ থেকে শ্রীলংকা আগেই বিদায় নিয়েছে। তবে ইংলিশদের জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। জস বাটলারের দল জিতলেই সেমিফাইনালে, আর হারলে একই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ চার নিশ্চিত করবে অস্ট্রেলিয়া।
বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলেও অস্ট্রেলিয়া সেমিতে উঠে যাবে। গ্রুপের প্রথম দল হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড।
চস/স


