spot_img

১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

তারেক রহমানের ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার তালিকায় নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টায় তিনি নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে এ কার্যক্রম শেষ করেন।

তারেক রহমান ভোটার হবেন ঢাকা–১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে। একই সঙ্গে তার মেয়ে জাইমা রহমানও ভোটার তালিকায় নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম সম্পন্ন করেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, তারেক রহমানের ভোটার হতে আইনগত কোনো জটিলতা নেই। ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন কোনো ব্যক্তিকে যেকোনো সময় ভোটার করতে পারে। এ ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই।

এর আগে আজ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদির কবর জিয়ারত করেন। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss