spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চবিতে অনুষ্ঠিত হয় লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস্ এসোসিয়েশনের নবীন বরণ

লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস্ এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’-এর উদ্যোগে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১০ ঘটিকায় কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দীন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজী জাকির হোসেন মিজান,আলহাজ্ব এম. এ. কাশেম,প্রফেসর ড. এনায়েতউল্লাহ পাটোয়ারী,ফরিদ উদ্দিন সহ আরো অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরউদ্দীন চৌধুরী নয়ন বলেন, ‘ শিক্ষার সুষ্ঠু বিকাশ ও মননশীল জাতিগঠনে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করেছেন এবং সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ দায়বদ্ধতার ক্ষেত্র থেকে সঠিকভাবে জ্ঞান আহরণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখতে হবে। ’

মেয়র গিয়াস উদ্দিন রুবেল বলেন, ‘ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আলোচিত একটি জেলাভিত্তিক সংগঠন হলো লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস্ এসোসিয়েশন। ভবিষ্যতে এই সংগঠনটিকে আরো অনন্য উচ্চতায় দেখতে চাই এবং সার্বিক সহযোগিতায় আমি সবসময় পাশে থাকতে চাই। ’

এছাড়াও অন্যান্য বক্তাগণ লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস্ এসোসিয়েশনের প্রতি নিজেদের প্রত্যাশা ও পরামর্শ তুলে ধরেন।

অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোঃ শামছুল আলম এবং সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস্ এসোসিয়েশনের সভাপতি জাহিদ হাসান।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss