spot_img

১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লড়াই করে যাচ্ছেন মিরাজ-রিয়াদ

১০০ রান তোলার আগেই নেই ৬ উইকেট। বাংলাদেশ তখন ঘোর বিপদে। তখনই ত্রাতা হয়ে এলেন মেহেদি হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই দুজনের ব্যাটে চড়েই বিপর্যয় সামাল দিয়েছে লিটন দাসের দল।

বাংলাদেশ তাদের ৬ষ্ঠ উইকেট খুইয়েছে ৬৯ রানে। তবে এরপর থেকে মেহেদি আর রিয়াদ কোনোপ্রকার ভুল করেননি। এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত খেলেছেন ৭৫ রানের জুটি, যা বাংলাদেশকে দিয়েছে ধ্বংসস্তুপ থেকে মাথা তুলে দাঁড়ানোর দিশা। এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৩৫ ওভারে ৬ উইকেটে ১৪৯। মিরাজ ৪৫ ও রিয়াদ ৩৫ রানে ব্যাট করছেন।

এর আগে শুরুতে ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরে যান ওপেনার এনামুল হক বিজয় ৯ রান করে। এরপর লিটন দাসকে নিয়ে ইনিংস বড় করতে থাকেন নাজমুল হোসেন শান্ত। তবে ব্যাট হাতে এদিন ভক্তদের হতাশ করেছেন অধিনায়ক লিটন দাস। দলীয় ৩৯ রানের মাথায় ব্যক্তিগত ৭ রান করে ফিরে যান এই তারকা ওপেনার।

পরবর্তীতে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ফিরেছেন ২১ রান করে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss