রাঙামাটিতে ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণের সময় এক নারী পুলিশ সদস্যসহ তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। পরে আহত তিন জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে রাঙ্গামাটির বেতবুনিয়া ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, মিনু আরা বেগম, অভি ও সুমন। তিন জনই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল পদে কর্মরত আছেন।
গুলিবিদ্ধ পুলিশের তিন সদস্য চমেক হাসপাতালে ভর্তির সত্যতা নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।
চস/স


