spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

জামালখানে ১১ মুক্তিযোদ্ধার সংবর্ধনা

লাল-সবুজের বেলুনে সাজানো মঞ্চে ১১ বীরকে সম্মাননা, যুদ্ধজয়ের গান, স্মৃতিচারণ, কথামালা, আতশবাজিসহ বর্ণিল আয়োজনে বিজয় দিবস উদযাপিত হলো জামালখানের ডা. এমএ হাশেম চত্বরে।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমনের উদ্যোগে ‘উচ্ছ্বাসে, আনন্দে, সম্প্রীতিতে জামালখান’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর মধ্য দিয়ে আয়োজকেরা সম্মানিত হচ্ছেন। আমাদের তরুণ প্রজন্মকে বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাস, যুদ্ধজয়ের গল্পগাথা জানানোর জন্য মুক্তিযোদ্ধাদের সঙ্গে পরিচিত করিয়ে দিতে হবে। তাহলে তারা বিপথগামী হবে না। জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাস ও মাদক থেকে বাঁচতে পারবে। দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে তরুণ প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

প্রধান আলোচক ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক রাশেদ রউফ। বিশেষ অতিথি ছিলেন শিল্পী দীপক কুমার দত্ত।

সম্মাননা দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধা বি. জেনারেল জিয়াউদ্দিন মাহমুদ, কণ্ঠসৈনিক ওস্তাদ মিহির লালা, জয়ন্তী লালা, প্রবাল চৌধুরী (মরণোত্তর), মৃণাল ভট্টাচার্য, অজয় কিশোর হোড়, সুজিত রায়, অজিত দাশগুপ্ত, নুরুদ্দিন খালেদ বাবু ( মরণোত্তর), সানোয়ার আলী (মরণোত্তর), সশস্ত্র যোদ্ধা আহমেদ হোসেনকে।

বীরসেনানি ও পরিবারের সদস্যদের হাতে স্মারক তুলে দেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী সাইফুদ্দিন মাহমুদ খান, তাপস কুমার বড়ুয়া, প্রীতম ভট্টাচার্য, সহদেব, আনন্দ চক্রবর্তী, হিমেল মণ্ডল, পাপড়ি ভট্টাচার্য, অনন্যা সেনগুপ্ত, পূর্ণিমা দাশ, স্বস্তিকা দাশ, কাওসার জনি, নীপা চৌধুরী, রাজীব বড়ুয়া, অজয় চক্রবর্তী প্রমুখ।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss