সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ও টুইটার সবাইকে এক নেটওয়ার্কে যুক্ত করেছে। তবে লক্ষ্য এক হলেও কোম্পানি দুটির নীতিগত পার্থক্য রয়েছে। এই নীতিগত দ্বন্দ্বের কারণে মার্ক জাকারবার্গের টুইটার আইডি আনফলো করেছেন টুইটারের সিইও জ্যাক ডরসি। অনেকেই মনে করছেন, দুজনের প্রকাশ্য দ্বন্দ্ব শুরু!
আনফলো করার বিষয়টি সবাইকে জানাতে জ্যাক এক অভিনব পন্থা বেছে নেন। শুরুতেই @বিগটেকঅ্যালার্ট নামের এক টুইটার অ্যাকাউন্টকে ‘ফলো’ করতে শুরু করেন ডরসি। ওই অ্যাকউন্টটির কাজই হচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা কাকে অনুসরণ করছেন, আর কাকে অনুসরণ তালিকা থেকে বাদ দিচ্ছেন তা জানানো। ডরসি ‘ফলো’ করার সঙ্গে সঙ্গেই এক টুইট বার্তায় বিগটেকঅ্যালার্ট জানিয়ে দেয়, ‘@জ্যাক এখন @বিগটেকঅ্যালার্টকে অনুসরণ করছেন। এর পরপরই জাকারবার্গকে ‘আনফলো’ করেন ডরসি।
টুইটারে মার্ক জাকারবার্গ অ্যাকাউন্ট খোলেন ২০০৯ সালের ফেব্রুয়ারিতে। ২০১২ সালের পর জাকারবার্গ তার টুইটার অ্যাকাউন্ট থেকে কোনো টুইট পোস্ট করেননি। এ কারণেই মার্ক জাকারবার্গকে ফলোয়িং লিস্টে রাখার হয়তো কোনো কারণ খুঁজে পাননি জ্যাক ডরসি।
চস/আজহার