spot_img

২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

হোয়াটসঅ্যাপে না ঢুকেই মেসেজ পড়ার ৪ কৌশল

ব্যস্ততার মধ্যেও অনেকে নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। কিন্তু কাজের চাপ বা সময়ের অভাবে সব মেসেজ তাৎক্ষণিকভাবে দেখা সম্ভব হয় না। এতে গুরুত্বপূর্ণ তথ্য জানা বাদ পড়ে যায়, কখনও সৃষ্টি হয় ঝামেলাও। তবে অ্যাপটি না খুলেই মেসেজ পড়ার কয়েকটি সহজ উপায় রয়েছে।

স্মার্টফোনে নতুন মেসেজ এলেই নোটিফিকেশন প্যানেলে তার অংশবিশেষ দেখা যায়। ফলে অ্যাপ খুলতে না হলেও ওই নোটিফিকেশন টেনে নামালেই মেসেজের মূল অংশ সহজেই পড়া যায়। অনেক সময় লক স্ক্রিনেও হোয়াটসঅ্যাপ মেসেজের প্রিভিউ দেখা যায়। এজন্য ফোনের সেটিংসে গিয়ে নোটিফিকেশন মেনুতে হোয়াটসঅ্যাপ নির্বাচন করে ‘শো প্রিভিউ’ অপশন সক্রিয় করতে হবে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে হোম স্ক্রিনে হোয়াটসঅ্যাপ উইজেট যুক্ত করতে পারেন। এতে অ্যাপ না খুলেই সাম্প্রতিক মেসেজ দেখা যায়, যা ব্যস্ত সময়ে বেশ কাজে দেয়।

এ ছাড়া স্মার্ট ঘড়ি ব্যবহারকারীরা ঘড়ির স্ক্রিনেই হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ে নিতে পারেন। এতে জরুরি মেসেজ দেখতে আলাদা করে ফোন হাতে নেওয়ার প্রয়োজন পড়ে না। তবে স্মার্ট ঘড়ির সঙ্গে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আগে থেকেই যুক্ত থাকা প্রয়োজন। সূত্র: টেকলুসিভ

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss