মহান অমর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা।
এর আগে মঙ্গলবার সকাল ৯ টায় চট্টগ্রাম কলেজের শহীদ মিনারে শাখার সভাপতি আজহা মাহমুদের নেতৃত্বে প্রভাতফেরি সহকারে শাখার সদস্যরা সমবেত হন। পরে পৌনে ১০টায় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় শাখার সভাপতি আজহার মাহমুদ বলেন, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পবিত্র শহীদ মিনারে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। মহান মুক্তিযুদ্ধে এবং ভাষা আন্দোলনের শহীদরা একইসূত্রে গাঁথা।
এ সময় উপস্থিত ছিলেন শাখার অর্থ সম্পাদক ফজলে রাব্বি, সদস্য আরমান রাকিব, এস এম রহমান জিকু, রায়হান সিদ্দিক, আলিফ মুহাম্মদ সোবাইন, আসমা আক্তার, হুমায়রা জেরিনসহ প্রমুখ।
চস/আজহার


