spot_img

৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো যাবেন শি জিনপিং

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে আগামী মাসে মস্কো সফরে যেতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সফরে রুশ প্রেসিডেন্টের সঙ্গে শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে তার।

এ ছাড়া পারমাণবিক অস্ত্র যাতে ব্যবহার না করা হয় সে বিষয়েও পুতিনের সঙ্গে বৈঠক করবেন শি জিন পিং। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিতে বুধবার সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, সফরের প্রস্তুতি প্রাথমিক পর্যায়ে রয়েছে। সময় এখনো চূড়ান্ত করা হয়নি। তবে শি’র এই সফর এপ্রিল বা মে মাসের প্রথম দিকে অনুষ্ঠিত হতে পারে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে জয়ের বার্ষিকী উদযাপন করবে রাশিয়া।

এদিকে, আটদিনের আন্তর্জাতিক সফরের অংশ হিসেবে চীনের শীর্ষ কূটনীতিক পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি মস্কোতে পৌঁছালেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ওয়াং বৈঠক করবেন কিনা সে সম্পর্কে চীন বা রাশিয়া কোনও পক্ষই স্পষ্ট বক্তব্য দেয়নি। তবে সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, ওয়াং ও পুতিনের মধ্যকার বৈঠকের বিষয়টি বাদ দেয়া হয়নি।

এর আগে এই দুই নেতার সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল গত বছর চীনে শীতকালীন অলিম্পিক শুরু হওয়ার আগে। তার কিছুদিন পরই ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হয়। এর মধ্যে গত ডিসেম্বরে তাদের মধ্যে ভিডিওকলে আলোচনা হয়েছিল।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss