spot_img

৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রাম-৬ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন গিয়াস কাদের

চট্টগ্রাম-৬ রাউজান আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) তিনি দলের প্রতীক বরাদ্দের চিঠি হাতে পেয়েছেন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় প্রতীক বরাদ্দের চিঠিটি দুপুরে জেলা রিটানিং অফিসারের কাছে প্রদান করা হবে বলে নিশ্চিত করেছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ব্যক্তিগত সহকারী খোরশেদ আলম এবং তার দলের সিনিয়র নেতৃবৃন্দরা।

উল্লেখ্য, প্রথমে গিয়াস কাদেরকে দলের মনোনয়ন দেয়া হলেও পরে একই আসনে গোলাম আকবর খোন্দকারকেও দলীয় মনোনয়ন দেয়া হলে দুইজনই মনোনয়ন দাখিল করেন। এ নিয়ে দলের নেতাকর্মী এবং রাউজানবাসী দ্বিধায় পড়ে যান। টেনশনে থাকেন তারা। শেষ পর্যন্ত গিয়াস কাদেরই পেলেন দলের ধানের শীষ প্রতীক এমনটাই নিশ্চিত করলেন এ দলের নেতাকর্মীরা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss