চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় অভিযান চালিয়ে ১৮ জেলেকে ২০ মণ জাটকাসহ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ মার্চ) দুপুরে পতেঙ্গার নৌবাহিনী বেজ এলাকায় তাদের আটক করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে পতেঙ্গা নৌবাহিনীর বেজ সংলগ্ন কর্ণফুলী নদীতে অভিযান চালানো হয়। পরে অভিযানে একটি মাছ ধরার ট্রলার থেকে ২০ মণ জাটকা জব্দ করা হয়।
তিনি আরও জানান, জাটকা শিকারে জড়িত থাকার দায়ে ১৮ জন জেলেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চস/স


