spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এমইএস কলেজ সাংস্কৃতিক অঙ্গনের নেতৃত্বে সৌরভ-ফাতেমা

চট্টগ্রামের শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতি চর্চার শুদ্ধ পাঠশালা ওমরগণি এম. ই. এস. কলেজ। এই কলেজের শিক্ষার্থীরা নানামুখি কার্যক্রম করে থাকেন। পড়াশোনার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি নিয়ে বরবরই কলেজ প্রশাসন আগ্রহী।

তারই ধারাবাহিকতায় এবার ওমরগণি এম.ই.এস. কলেজ প্রশাসন সাংস্কৃতিক অঙ্গনের আংশিক কমিটি ঘোষণা করেছে। কলেজের অধ্যক্ষ আ.ন.ম. সরোয়ার আলম এর নির্দেশনায় ৫ মার্চ রবিবার সাত সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান সমন্বয়ক নন্দিতা বড়ুয়া।

প্রধান সমন্বয়ক নন্দিতা বড়ুয়ার স্বাক্ষরিত কমিটির সভাপতি শেখ মো. শরীফুল আলম সৌরভ, সহ-সভাপতি মোহাম্মদ রানা, সাধারন সম্পাদক ফাতেমা আক্তার, যুগ্ম-সাধারন সম্পাদক তানভীর আলম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন জিহাদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পুষ্পিতা বৈদ্য।

কলেজের অধ্যক্ষ আ.ন.ম. সরোয়ার আলম সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রায় শতাধিক সদস্যদের উপস্থিতিতে কেক কেটে কমিটি ঘোষণা করা হয়। এসময় সংগঠনের সাবেক সদস্য সানজিদা রহমানকে আজীবন সদস্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ নতুন উদ্যমে কাজ করার প্রত্যয়ে সকলের সহযোগীতা কামনা করেছেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss