ভেজাল বিরোধী অভিযানে নগরের দুই প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ( চসিক ) ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযানে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে হোটেলের খাবার রান্না করা, নোংরা রক্ত যুক্ত ফ্রিজে বাসী খাবার সংরক্ষণ করা, বিভিন্ন ধরনের আতর , ফ্লেভার, কেওড়াজল ও রাসায়নিক খাবারে মেশানো, কাঁচা ও রান্না করা খাবার একসাথে ফ্রিজে সংরক্ষণ করার অপরাধে নগরীর সদরঘাট রোডের চাটগাইয়া খানা রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা ও নিউ আল মক্কা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
চস/স