বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এটিএম শামসুজ্জামানের পারিবারিক এবং তার চিকিৎসক সূত্রে এসব তথ্য জানা গেছে।
পারিবারিক ও তার চিকিৎসক সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিউরোমেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. রফিকুল ইসলামের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন এটিএম শামসুজ্জামান।
ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন, চোখের সমস্যা এটিএম শামসুজ্জামানের। অন্য সব কিছুই স্বাভাবিক আছে। মঙ্গলবার সকালে তাকে আরেক দফা দেখব। তবে তার অবস্থা আগের চেয়ে ভালো।
উল্লেখ্য, এ বছরের ২৬ এপ্রিল এটিএম শামসুজ্জামান শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি হন। সেখানে অস্ত্রোপচার করা হয়েছিল তার। এর পর লম্বা সময় ধরে তিনি আজগর আলী হাসপাতালেই ভর্তি ছিলেন। মাঝে কিছু জটিলতা দেখা দিলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব
মেডিকেলে ভর্তি করা হয়। সেখান থেকে পরে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। তবে গত ২৫ নভেম্বর তাকে আরেক দফা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে অবস্থা একটু ভালো হওয়ার পর তাকে বাসায় নেয়া হয়।
চস/আজহার