spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বান্দরবানের রোয়াংছড়ি-রুমা- থানচিতে ভ্রমণে ফের নিষেধাজ্ঞা

পর্যটকদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণের ওপর আবারও নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গণবিজ্ঞপ্তি দিয়ে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বান্দরবান জেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত ১০ ফেব্রুয়ারি জারিকৃত গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় পর্যটকদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হল। তবে এই তিন উপজেলা ছাড়া অন্যান্য উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলা এবং রাঙ্গামাটির বিলাইছড়ি বড়থলি ইউনিয়ের সীমান্ত এলাকায় সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে আসছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ প্রেক্ষাপটে গত বছর ১৮ অক্টোবর থেকে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় প্রশাসন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss