spot_img

২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ব্রয়লার মুরগির দাম কমলো

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান রোজার মাসে ফার্ম থেকে ১৯০-৯৫ টাকা কেজি দরে ব্রয়লার মুরগি বিক্রি করা হবে বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত জাতীয় ভোক্তা অধিকারের কনফারেন্স কক্ষে তিনি এ কথা বলেন। এদিন ব্রয়লার মুরগির দাম নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে জাতীয় ভোক্তা অধিকার।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ডিজি বলেন, রোজায় বাজারে ব্রয়লার মুরগির দামে ৩০-৪০ টাকার একটা প্রভাব পড়বে। আশা করছি ভোক্তা পর্যায়ে কেজি প্রতি ব্রয়লার মুরগির দাম কমবে ৩০-৪০ টাকা।

তিনি বলেন, কাজী ফার্ম, সিপি, প্যারাগন ও আফতাব ফার্মের সঙ্গে আমরা কথা বলেছি। বৈঠকে তাদের সঙ্গে একটি ঐক্যমতে পৌঁছেছি। ফার্ম থেকে আগে ২২০-২৩০ টাকা করে বিক্রি হতো। তবে ফার্মের মালিকরা আমাদের বলেছেন- রোজার মাসে তারা ১৯০-৯৫ টাকা কেজি দরে ফার্ম থেকে ব্রয়লার মুরগি বিক্রি করবেন। তবে ভোক্তা পর্যায়ে কতো টাকা বিক্রি হবে তা এখনো বলা যাচ্ছে না। বাজারে ব্রয়লার মুরগি কেজি প্রতি ৩০-৪০ টাকা ভোক্তা পর্যায়ে কমতে পারে বলে আশা করছি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss