spot_img

২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ঐশী

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ঐশী। গায়িকার পাশাপাশি একজন চিকিৎসকও তিনি। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালের সিসিইউ’র মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন তিনি। এবার ঐশীর জীবনে যোগ হচ্ছে নতু্ন অধ্যায়। শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন তিনি।

রোববার (২ এপ্রিল) রাতে পাত্র আরেফিন জিলানীর সঙ্গে আংটি বদল করেন ঐশী। তার হবু বর নর্থ-সাউথ বিশ্ববিদ্যাল থেকে পড়াশুনা শেষ করে বর্তমানে একটি ঔষধ কোম্পানিতে কাজ করছেন। পাশাপাশি অভিনয় ও মডেলিং করছেন তিনি।

আংটি বদলের খবরটি নিশ্চিত করেছেন ঐশীর মা নাসিমা মান্নান।

ইতোমধ্যে সেই আংটি বদলের ছবি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন ঐশী। ক্যাপশনে লিখেছেন, ‘বারাকাল্লাহু ফিকুম’। একই ছবি শেয়ার করেছেন তার হবু বর আরেফিনও। সেই সঙ্গে তিনিও একই ক্যাপশন লিখেছেন।

এই ব্যাপারে ঐশী বলেন, আড়াই বছরের পরিচয় আমাদের। দুজনার পছন্দ ছিল। রোববার রাতে হুট করে রাতে তার মা এসে আমাকে আংটি পরিয়ে যান। আর বিয়ের আনুষ্ঠানিকতাগুলো আমরা পরিকল্পনা করে সবাইকে জানাব।

নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ‘দুষ্টু পোলাপাইন’ খ্যাত এই গায়িকা। সেই সঙ্গে ঈদের পর তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলে জানিয়েছেন ঐশী।

দুজনের পরিচয়ের আড়াই বছরের মাথায় অবশেষে দুই পরিবারের সম্মতিতে আংটি বদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss