মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের সাথে সিরিজের একমাত্র টেস্টে প্রথম দিনে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে শুরুটা ভালো করলেও উইকেটের পতন ঠেকাতে পারেনি জিম্বাবুয়ে। ইনিংসের অষ্টম ওভারে জিম্বাবুয়ের ওপেনার কেভিন কাসুজাকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে প্রথম সাফল্য এনে দিয়েছেন পেসার আবু জায়েদ রাহি। নাঈমের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে কাসুজা করেন ২ রান।
সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় খেলাটি শুরু হয়।
চস/আজহার