spot_img

৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাংলাদেশ থেকে সাড়ে ৪২ লাখ ভিডিও সরালো টিকটক

বিশ্বের অন্যতম জনপ্রিয় শর্ট ভিডিও তৈরির প্ল্যাটফর্ম টিকটক। বাংলাদেশেও এই অ্যাপ জনপ্রিয় বেশ। নানা কারণে চীনা এই অ্যাপ নিষিদ্ধ বিভিন্ন দেশে। তবে এবার টিকটক কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের দায়ে বাংলাদেশ থেকে সাড়ে ৪২ লাখ ভিডিও সরিয়ে নিলো প্ল্যাটফর্মটি।

টিকটকের রয়েছে নিজস্ব কিছু গাইডলাইন। যেগুলো না মানার কারণেই বাংলাদেশি ব্যবহারকারীদের কনটেন্ট সরিয়ে নিয়েছে টিকটক। গত বছর অর্থাৎ ২০২২ সালের শেষ চার মাসে বাংলাদেশ থেকে সরানো হয়েছে ৪২ লাখ ৫৪ হাজার ৬৬৭টি ভিডিও। যেগুলো স্বয়ংক্রিয়ভাবেই সরানো হয়েছে প্ল্যাটফর্ম থেকে।

এর মধ্যে ব্যবহারকারীরা দেখার আগেই ৯৫ শতাংশ ভিডিও সরিয়ে ফেলেছে টিকটক। নীতিমালা লঙ্ঘন করে এমন ভিডিওর ৯৬.৮ শতাংশ সরিয়ে ফেলা হয়েছে এক দিনের মধ্যে। চতুর্থ প্রান্তিকে ভিডিও অপসারণের সক্রিয় হার ৯৯.৫ শতাংশ। এছাড়া প্ল্যাটফরমটিতে স্প্যাম ছড়ানো এবং স্প্যাম ভিডিও পোস্ট করার দায়ে বেশ কিছু অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হয়েছে।

আরও পড়ুন:- ব্যক্তিগত তথ্য সুরক্ষায় হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

এমনকি স্বয়ংক্রিয় উপায়ে তৈরি হওয়া স্প্যাম অ্যাকাউন্ট থেকে রক্ষা পেতেও সক্রিয় ব্যবস্থা গ্রহণ করেছে টিকটক। নিজেদের সর্বশেষ কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্টে এসব তথ্য প্রকাশ করেছে শর্ট ভিডিও প্ল্যাটফরম টিকটক।

২০২২ সালের চতুর্থ প্রান্তিকের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়। চতুর্থ প্রান্তিকে টিকটক বিশ্বব্যাপী ৮ কোটি ৫৬ লাখ ৮০ হাজার ৮১৯টি ভিডিও সরিয়েছিল। এই সংখ্যা টিকটকে আপলোড হওয়া সব ভিডিওর ০.৬ শতাংশ। যার মধ্যে ১ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার ৩১৬টি অ্যাকাউন্ট সরিয়ে দেওয়া হয়েছে কারণ এর ব্যবহারকারীর বয়স ১৩ বছরের কম।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss