spot_img

৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নবনির্বাচিত তিন সিটি মেয়রকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী

গাজীপুর, খুলনা ও বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত তিন মেয়রকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে এই তিন সিটির নবনির্বাচিত কাউন্সিলরদেরও শপথ বাক্য পাঠ করানো হয়। কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

সোমবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের মেয়রের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

গত ২৫ মে অনুষ্ঠিত হয় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। এতে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী আজমত উল্লাকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন।

১২ জুন অনুষ্ঠিত হয় বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন। খুলনায় আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক এবং বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ বিজয়ী হন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss