জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ ম্যাচে ব্যাট হাতে অনবদ্য এক ইনিংস উপহার দিচ্ছেন টাইগার ব্যাটসম্যান লিটন দাস। জিম্বাবুয়ের বোলারদের নিয়ে ছেলেখেলা করে তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। তার ইনিংসে ভর করে বড় স্কোরের দিকে এগোচ্ছে টাইগাররা। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৩.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৭ রান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার ক্যাপ্টেন মাশরাফী বিন মোর্ত্তজা। বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধন করতে করতে নামেন তামিম ইকবাল ও লিটন দাস। শুরু থেকেই বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে থাকেন লিটন। তবে অপরপ্রান্তে অনেকটাই খোলসবন্দী হয়ে থাকেন তামিম।
প্রথম পাওয়ার প্লের ১০ ওভার থেকে ৪৪ রান যোগ করেন দুই ওপেনার। এর ভেতর লিটনের ব্যাট থেকে ২৭ (২৯ বল) ও তামিমের ব্যাট থেকে ১৫ রান (৩১ বল) আসে। দেখেশুনে খেলতে থাকলেও অভিষিক্ত ওয়েসলে মাধেভেরের সামনে বেশিক্ষণ টিকতে পারেননি তামিম। ৪৩ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার।
তামিম ফিরলেও রানের চাকা সচল রাখেন লিটন। ৪৫ বলে পূর্ণ করেন ব্যক্তিগত অর্ধশতক। ২০ ওভারে দলীয় শতকের দেখা পায় বাংলাদেশ। এর কিছুক্ষণ পর ৩৮ বলে ২৯ রান করে আউট হন নাজমুল হোসেন শান্ত।
অন্য দুই ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে না পারলেও ঠান্ডা মাথায় এগোতে থাকেন লিটন দাস। শুরু থেকেই বাহারি শটে খেলতে থাকা এই ব্যাটসম্যান ৯৫ বলে পূরণ করেন ক্যারিয়ারের দ্বিতীয় শতক। অপরপ্রান্তে মুশফিকুর রহিম অপরাজিত আছেন ১৬ রানে।
চস/আজহার