spot_img

৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আওয়ামী লীগের একদফা, শেখ হাসিনার অধীনেই নির্বাচন: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের শান্তি সমাবেশে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের একদফা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই দেশে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার দুপুরে বিএনপির সমাবেশের পাল্টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ পাশের সড়কে আয়োজিত আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তাদের আন্দোলনের সঙ্গে আগেও জনগণ ছিলো না। এখনও নেই। দেশে-বিদেশে তারা যতই নালিশ করুক না কেন, আগামী সংসদ নির্বাচন শেখ হাসিনার অধিনেই। সরকার একটি সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্চে।

সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিএনপির এক দফার উদ্দেশ্য দেশে একটা বিশেষ ধরনের হামিদ কারজাই-মার্কা সরকার কায়েম করা।

তিনি বলেন, বিএনপির আজকের নয়াপল্টনে যে সমাবেশ করছে তাদের উদ্দেশ্য দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করা। দেশে গণ্ডগোল করে দেশের মানুষের ওপর পেট্রল বোমা নিক্ষেপ করা।

বিএনপির এক দফা দাবি প্রসঙ্গে তিনি বলেন ২০১৩-১৪ সালে খালেদা জিয়া এক দফা দাবি দিয়েছিল সরকারকে বিদায় নিতে হবে। সরকারকে টেনে নামাতে হবে। নামাতে পারেনি। তাদের সেই এক দফা মাঠে মারা গেছে।

সমাবেশে বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, আপনারা সুষ্ঠু নির্বাচনের কথা বলেন। আপনারা নির্বাচনে অংশ নেন। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচনে এসে জনপ্রিয়তা যাচাই করেন। বিএনপির লক্ষ্য দেশে ইউরোপীয় প্রতিনিধি দল এসেছে তাদের একটা শোডাউন দেখানো। কারণ বিএনপির সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা নেই। এজন্য বিদেশি ষড়যন্ত্র তাদের ভরসা। বিদেশি প্রভুদের কাছে তাই তারা ধর্ণা দিয়েছে।

মাহবুব উল আলম হানিফ আরও বলেন, আমরা কোনো বিদেশির কাছে ধর্ণা দেব না। আমরা জনগণের কাছে তুলে ধরব আপনারা যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন কীভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন।

সমাবেশ সঞ্চালনা করেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss