spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

অভিষেকে বায়ার্নের হয়ে কেইনের দুর্দান্ত গোল

অভিষেকে বায়ার্নের হয়ে দুর্দান্ত খেলেছেন হ্যারি কেইন। তিনি একটি গোলের পাশাপাশি করেছেন একটি এসিস্টও। ওয়ার্ডার ব্রেমেনের বিপক্ষে ম্যাচে বায়ার্ন জয় পেয়েছে ৪-০ গোলের বড় ব্যবধানে। এমন জয়ের দিনে নিজের প্রথম ম্যাচে মাঠে নেমে মাত্র তিন মিনিটের মাথায় দলের জন্য গোলের সুযোগ এনে দেন কেইন। তার দেয়া অসাধারণ এক পাসেই লক্ষ্যভেদ করেন লেরয় সানে।

বাংলাদেশ সময় শুক্রবার রাতের পুরো ম্যাচে মাত্র ২৮ শতাংশ সময় বল দখলে রাখা ব্রেমেনের ফুটবলাররা তেমন একটা লড়তে পারেননি বায়ার্নের সঙ্গে। নির্ধারিত সময়ে ৬টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পেরেছিলেন মাত্র ১টি। অন্যদিকে বায়ার্ন শট নিয়েছিল ২৫টি যার মধ্যে ১০টিই ছিল লক্ষ্যে।

এদিন প্রথমার্ধ্বেই আরও বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েছিলেন কেইন। তবে লক্ষ্যভেদ করতে পারেননি। ফলে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় টমাস টুখেলের দল। এদিকে ম্যাচের দ্বিতীয়ার্ধ্বেও বেশ কয়েকবার গোল করার সুযোগ পেয়েছিল বায়ার্ন। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি জামাল মুসিয়ালা-আলফনসো ডেভিসরা। পরে ম্যাচের ৭৪ মিনিটে দলকে আরও একবার এগিয়ে দেন কেইনই। এবার গোল পোস্টে লক্ষ্যভেদ করেন তিনি নিজেই। ডেভিসের বাড়িয়ে দেয়া বলে ডান পায়ের নিখুঁত শটে বল জালে পাঠান তিনি। ফলে দুই গোলে এগিয়ে যায় বায়ার্ন। ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত বায়ার্ন ম্যাচটি জিতেছে ৪-০ গোলের ব্যবধানে।

নির্ধারিত সময়ের ৯০ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোলটি করেন সানে। এরপর অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটের মাথায় বায়ার্নের চতুর্থ গোলটি আসে ম্যাথিস টেলের পা থেকে। ফলে বড় জয় নিয়েই কেইনের অভিষেক ম্যাচে মাঠ ছাড়ে বায়ার্ন।

প্রসঙ্গত, এবারের দলবদলের বাজারে রেকর্ড ট্রান্সফারে হ্যারি কেইনকে দলে ভিড়িয়েছে বায়ার্ন মিউনিখ। ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম থেকে তাকে কিনতে ১০০ মিলিয়ন ইউরোর বেশি খরচ করেছে বুন্দেস লিগার ক্লাবটি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss