spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা

দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পরস্পর মুখোমুখি শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা। শিরোপার অন্যতম দাবিদার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস করতে নেমে জয় পেলেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। টস জিতেই তিনি নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। ব্যাট করতে পাঠালেন দক্ষিণ আফ্রিকাকে।

টস জিতে ফিল্ডিং নেয়ার বিষয়ে শ্রীলঙ্কান অধিনায়ক বলেন, এই মাঠে রাতের দিকে কিছুটা শিশর পড়ার সম্ভাবনা রয়েছে। এ কারণেই আমরা বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। উইকেট খুব ভালো। আশা করছি, কম রানের মধ্যেই দক্ষিণ আফ্রিকাকে বেধে ফেলতে পারবো।

দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বাভুমা বললেন, তিনি টস জিতলে বোলিং নিতেন। তবে, এখন ব্যাটিং করতে হবে যেহেতু, সে কারণে বড় স্কোরই গড়ার লক্ষ্য। যেন, বোলাররা সেই স্কোরকে ডিফেন্ড করতে পারে।

দক্ষিণ আফ্রিকা একাদশ
টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, মার্কো জানসেন, এনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা ও রসি ভ্যান ডার ডাসেন।

শ্রীলঙ্কা একাদশ
দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), পাথুম নিমাঙ্কা, কুশল পেরেরা (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা (উইকেটরক্ষক), দুনিথ ওয়াল্লালাগে, কাসুন রাজিথা, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাথিরানা।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss