জনপ্রিয় টিভি সিরিজ গেম অব থ্রন্সের প্রিকুয়েল হাউজ অব দ্য ড্রাগনের দ্বিতীয় সিজনের টিজার মুক্তি পেয়েছে। টিজার দেখে নেটিজেনরা অনুমান করছেন ড্রাগন যদ্ধের।
হাউজ অব দ্য ড্রাগনের প্রেক্ষাপট শুরু হয় কিং ভিসেরিসের সিংহাসন আরোহণের মধ্য দিয়ে। যা প্রথম সিজনে দেখানো হয়েছে। কিং ভিসেরিস মৃত্যুর পর তার বড় সন্তান রেনিরা টার্গারিয়েনকে পরবর্তী রানী বানিয়ে যান।
তবে তার মৃত্যুর পরপরই তার অন্য সন্তান এগন টার্গারিয়েন রাজা হিসেবে শপথ গ্রহণ করেন। অন্যদিকে রেনিরাও রানী হিসেবে শপথ গ্রহণ করেন।
১ মিনিটেরও বেশি সময়ের টিজারে আগের সিজনের অনেক গুরুত্বপূর্ণ চরিত্রকে দেখা যায়।
জর্জ আর আর মার্টিনের জনপ্রিয় বই “ফায়ার এন্ড ব্লাড” এর উপর ভিত্তি করে সিরিজটি নির্মিত হয়েছে।
ঠিক কবে সিরিজটির দ্বিতীয় কিস্তি মুক্তি পাচ্ছে তা জানা না গেলেও টিজারে ২০২৪ সালের সামারে মুক্তি পাবে বলে লেখা হয়েছে। এমিতে মনোনীত সিরিজটির প্রথম সিজনে ১০ পর্ব থাকলেও এবার ৮ পর্ব হতে পারে বলে জানা গেছে।
চস/স