চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের নির্বাচন গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে মো. সাহাব উদ্দীন হাসান বাবু সভাপতি, রেহেনা চৌধুরী সিনিয়র সহ-সভাপতি, মিজানুর রহমান শামীম সহ-সভাপতি, আলী প্রয়াস সাধারণ সম্পাদক, মোহাম্মদ আলমগীর শিপন সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ও ড. সৌরভ শাখাওয়াত সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে মো. সোহেল রানা এবং প্রচার প্রকাশনা সম্পাদক পদে মিনহাজুল ইসলাম মাসুম একক প্রার্থী হওয়ায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এছাড়া কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন গাজী মোহাম্মদ জাহেদ, আলাউদ্দিন মোহাম্মদ ফাহাদ চৌধুরী, সাইফুদ্দিন আফসার ও আফসার উদ্দিন লিটন।
ভোট গ্রহণ পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, নির্বাচন কমিশনার কবি ও সাংবাদিক রাশেদ রউফ এবং মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক মুহাম্মদ শামসুল হক।
চস/আজহার