চট্টগ্রামের বোয়ালখালীর করলডেঙ্গায় হাতির আক্রমণে এক শিশুর মৃত্যু হয়েছে। রাতে একটি ওরশ থেকে ফেরার পথে পাহাড় থেকে নেমে আসা হাতির আক্রমণের মুখে পড়ে তারা।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মধ্যম করলডেঙ্গা গ্রামের বড়টিলা এলাকায় পাহাড় থেকে লোকালয়ে নেমে আসা একটি হাতি হামলা করলে শিশুটির মৃত্যু হয়।
আরো পড়ুন: সাজেকে কংলাক পাহাড় থেকে পড়ে পর্যটকের মৃত্যু
নিহত শিশুটির নাম মো. আকিব (২)। তাঁর বাবার নাম শামসুল আলম।
বোয়ালখালী থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রাসেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে রাতে বাবা-মায়ের সঙ্গে বাড়ির পাশের একটি ওরশে গিয়েছিল আকিব। ফেরার পথে হাতির আক্রমণের মুখে পড়ে তারা।
চস/সোহাগ