কুমিল্লার চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় দুই নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মিয়াবাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) এসএম লোকমান হোসেন।
ওসি জানান, দুইজন মহিলা মিয়াবাজার এলাকায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে সকিনা বেগম নিহত হয়। আরেকজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় মারা যায়। আমরা গাড়িটি আটক করেছি। আইনগত ভাবে সকল ব্যবস্থাগ্রহণ করবো।
চস/স