spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সঞ্চয়পত্র কিনতে যা যা লাগবে

নতুন কিংবা পুরনো সব সঞ্চয়পত্রের ক্ষেত্রে মুনাফার ওপর ১০ শতাংশ উৎসে কর দিতে হবে। এটি গত ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে। সঞ্চয়পত্র কিনতে ও মুনাফা তুলতে এখন থেকে জাতীয় পরিচয়পত্র, টিআইএন ও ব্যাংক হিসাব থাকতে হবে। তবে নগদে মাত্র ১ লাখ টাকার সঞ্চয়পত্র কেনা যাবে। এর জন্য টিআইএন লাগবে না।

জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করার সময় গত ১৩ জুন সঞ্চয়পত্রের ওপর ১০ শতাংশ উৎসে কর আরোপ করা হয়, যা আগে ছিল ৫ শতাংশ। সঞ্চয়পত্র মধ্যবিত্ত শ্রেণির জন্য একটি অন্যতম অর্থনৈতিক হাতিয়ার। সে বিবেচনায় অনেকে মনে করেছিল সরকার শেষ মুহূর্তে সঞ্চয়পত্রের ওপর বর্ধিত উৎসে কর প্রত্যাহার করবে; কিন্তু গত ২৯ জুন জাতীয় সংসদে অর্থ বিল সংশোধনী আকারে উপস্থাপনের পর অনেকেই হতাশ হয়েছেন। অর্থাৎ বর্ধিত উৎসে কর প্রত্যাহার করা হয়নি।

সঞ্চয় অধিদপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তা গতকাল জানান, এতদিন যারা ৫ শতাংশ উৎসে কর দিয়ে আসছিলেন, তাদের জন্য নতুন হারে কর আরোপ করা হবে। যারা মুনাফার টাকা তোলেননি তাদের ক্ষেত্রে কী নিয়ম হবে। এ প্রশ্নে তিনি আবারও বললেন, সবার জন্যই ১০ শতাংশ উৎসে কর দিতে হবে।
অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়ে বাংলাদেশ ব্যাংক ও সঞ্চয় অধিদফতর নতুন করে প্রজ্ঞাপন জারি করেছে। যে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে অনলাইন পদ্ধতির বাইরে আর সঞ্চয়পত্রের লেনদেন করা যাবে না। আসল ও মুনাফা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের ব্যাংক হিসাবে চলে যাবে। বাংলাদেশ ব্যাংক সরকারি ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালী করতে একটি কার্যক্রম গ্রহণ করেছে। সে কার্যক্রমের ধারাবাহিকতা হচ্ছে, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার।

 

 

সম/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss