spot_img

১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

পুঁজিবাজারে শুরু আড়াই হাজার কোটি টাকার ট্রেজারি বন্ডের লেনদেন

দেশের পুঁজিবাজারে নতুন একটি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ইস্যু করা ১০ বছর মেয়াদি নতুন এই বন্ডের মাধ্যমে সরকার ২ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহ করেছে।

উভয় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার (১০ নভেম্বর) বন্ডটির লেনদেন শুরু হয়েছে। ডিএসই ও সিএসইর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, নতুন বন্ডটির নাম হলো- ‘১০ওয়াই বিজিটিবি ১৯/১১/২০৩৫’। বন্ডটির লেনদেন কোড- ‘টিবি১০ওয়াই১১৩৫’। ডিএসইতে স্ক্রিপ্ট কোড- ‘৮৮৫৪৭’ এবং সিএসইতে ট্রেডিং আইডি ‘৫০৩১৩’।

উভয় পুঁজিবাজারে ডেবট বোর্ডের অধীনে ‘এ’ ক্যাটাগরির সিকিউরিটিজ হিসেবে বন্ডটির ইউনিট লেনদেন হবে। এর কুপন রেট হবে ১০ দশমিক ৩৯ শতাংশ, যা বছরে দুইবার দেওয়া হবে।

এই বন্ডের প্রতি ইউনিটের লেনদেন শুরুর মূল্য নির্ধারণ করা হয়েছে ১০১ টাকা ৪৫ পয়সা। আর অভিহিত মূল্য ১০০ টাকা। প্রতি লটে ১ হাজার পিস ইউনিট থাকবে।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংক ১০০ টাকা অভিহিত মূল্যের ২৫ কোটি ইউনিট ইস্যু করে এই বন্ডের মাধ্যমে ২ হাজার ৫০০ কোটি টাকা উত্তোলন করেছে।

এর আগে গত ১০ নভেম্বর ২ বছর মেয়াদি নতুন একটি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংক ওই বন্ড ইস্যুর মাধ্যমে ৪ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে। সূত্র: ঢাকা পোস্ট

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss