spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

২৫ মার্চ থেকে খুলনায় দূরপাল্লার বাস বন্ধ

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আগামী ২৫ মার্চ থেকে সারাদেশে দূরপাল্লার বাস যোগাযোগ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে খুলনার মোটর শ্রমিক ইউনিয়ন।

অনির্দিষ্টকালের জন্য এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে সংগঠনটির সভাপতি নুরুল ইসলাম নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খুলনা-ঢাকা, খুলনা-রাজশাহী, খুলনা-রংপুরসহ খুলনা থেকে যত দূরপাল্লার বাস রুট রয়েছে, করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরো পড়ুন: করোনায় বন্ধ হলো পাসপোর্টের কার্যক্রমও

আগামী বুধবার (২৫ মার্চ) থেকে এই সিদ্ধান্তটি কার্যকর হবে জানিয়ে তিনি বলেন, ‘স্থানীয়দের যাতায়াত সুবিধার বিষয়টি মাথায় রেখে স্বল্পপাল্লার বাসগুলো চালু রাখা হবে।’ করোনা ভাইরাসের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss