তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিন সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিধান করা হয়েছিল।
এ সংক্রান্ত এক রিট আবেদনের ওপর শুনানি শেষে আজ (১৯ আগস্ট) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর রায়ের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
‘সুশাসনের জন্য নাগরিক’-এর (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচজনের করা এক রিটের শুনানি শেষে এই রুল জারি করা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শরীফ ভুঁইয়া। আর রাষ্ট্র পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান।
অ্যাটর্নি জেনারেল মো আসাদুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, আইন সচিব, লেজিসলেটিভ সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্টদেরকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিন সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিধান করা হয়েছিল।
সংশোধনীতে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এছাড়াও জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৪৫টি থেকে বাড়িয়ে ৫০টি করা হয়।
চস/স