১০নং ওয়ার্ড় উত্তর কাট্টলীতে আজ রবিবার ৫০ পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়।
গতকাল শনিবার মোশাররফ আলী বাড়ির তরুণরা এই উদ্যোগ গ্রহণ করে। করোনা ভাইরাস এর কারণে গৃহবন্দী অসহায় হত দরিদ্র মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে উত্তর কাট্টলীর মোশাররফ আলী বাড়ির তরুণদের ভিন্নধর্মী এই আয়োজন।
সবাই যখন মাস্ক আর জীবানু নাশক ওষুধ বিতরণ করছেন তখন এসকল তরুণরা ত্রাণ নিয়ে অসহায় এসকল মানুষদের পাশে দাঁড়ায়।
এতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মোশাররফ আলী বাড়ির নিবাসী মোঃ আবু তাহের, আবু জাফর হেলাল, কুতুবউদ্দিন ডালিম, মো. শাহজাহান, খোকন দাদা এবং প্রমুখ।
উক্ত ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন- তাহের সাওদাগর, আয়ুব আলী, আবুল কালাম মেম্বার সহ প্রমুখ।
এক প্রশ্নের জবাবে চট্টগ্রাম সময়’কে মোশাররফ আলী বাড়ির মেম্বার আবুল কালাম বলেন, মোশাররফ আলীর বাড়ীর এমন অনেক পরিবার আছেন যারা কেটে খাওয়া মানুষ। এমতবস্থায় সরকারি এই বন্ধের নির্দেশে অসহায় মানুষের পরিবার চলতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে, তাই আমাদের এই উদ্যোগ গ্রহণ।
তিনি আরো বলেন আমাদের এই মহামারিতে এগিয়ে আসার জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন মোঃ আবু জাফর হেলাল, মোঃশাহাদাৎ হোসেন সাহেদ এবং ইয়াছিন আহমেদ সহ সকল তরুণ ছোট ভাইদের প্রতি।
চস/আজহার