নভেল করোনাভাইরাস-১৯ সংক্রমণে ইতালিতে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশটিতে আরও ৮৩৭ জনের প্রাণ নিয়েছে এই ভাইরাস।
মঙ্গলবার রাতে কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আরো পড়ুন: করোনা: ইরানে আক্রান্ত ৩৫ দিনের শিশুও!
নতুন করে ৮৩৭ জনের মৃত্যুর মধ্যদিয়ে ইতালিতে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪২৮ জনে। করোনায় মৃতের সংখ্যার হিসেবে এই সংখ্যাই বিশ্বের কোনও দেশের মধ্যে সর্বোচ্চ।
ইতালিতে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও দুই হাজার ১০৭ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ৬৩৫ জনে দাঁড়াল। করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা বাড়লেও আক্রান্তের সংখ্যা আগের চেয়ে কমেছে।
তবে কিছুটা স্বস্তির খবরও আছে; এই দেশে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭২৯ করোনার রোগী।