spot_img

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

কক্সবাজারে ভাইয়ের হাতে ভাই খুন, মাদকাসক্ত ঘাতক গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় মাদকাসক্ত ঘাতক আলী হোসেন (২৩) কে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ৩ টার দিকে টেকনাফ পর্যটন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলী হোসেন রামু মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা খোন্দকার পাড়ার নূরুল হকের ছেলে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।

র‍্যাব জানায়, গত ১৬ জুলাই রামুর চেইন্দা খোন্দারপাড়ায় বাবুল হোসেনের ছোট ভাই নিয়মিত মাদক সেবনে অভ্যস্ত। ঘটনার দিন ঘাতক আলী হোসেন চেইন্দা স্টেশনে মাদক সেবনের পর মাতলামি করতে দেখে বড় ভাই বাবুল হোসেন তাকে বাড়ি চলে যাওয়ার জন্য বলে। এতে সে বড় ভাইয়ের ওপর ক্ষিপ্ত হয়ে বিরূপ আচরণ করে।

পরে বড় ভাই বাবুল হোসেন একা বাড়ি ফেরারপথে অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে আত্মগোপনে চলে যায় আলী হোসেন। পরবর্তীতে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

র‌্যাব উক্ত হত্যাকান্ডের পরবর্তী ছায়াতদন্ত সহ ঘাতককে গ্রেপ্তারের লক্ষ্যে আভিযানিক কার্যক্রম শুরু করে। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের পর্যটন বাজার এলাকায় অভিযান চালিয়ে ঘাতক আলী হোসেন কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক আলী হোসেন তার আপন বড় ভাই বাবুল হোসেন কে নিজ হাতে হত্যা করেছে বলে স্বীকার করে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss