spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

কর্ণফুলী নদী থেকে জব্দ ১৬ লাখ টাকার চোরাই ডিজেল

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে সাড়ে ১৫ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করেছে নৌ-পুলিশ ও কোস্ট গার্ড। যার আনুমানিক মূল্য ১৬ লাখ ৩১ হাজার ৭০০ টাকা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে কর্ণফুলী থানাধীন ১৪ ও ১৫ নম্বর ঘাটের মাঝামাঝি মেরিন একাডেমি জেটি সংলগ্ন কর্ণফুলী নদী থেকে এসব তেল জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক।

জানা যায়, গতকাল মেরিন একাডেমি জেটি সংলগ্ন কর্ণফুলী নদীতে সদরঘাট নৌ থানাও কোস্টগার্ড পতেঙ্গাসহ যৌথ অভিযান চালায়। এসময় একটি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোট, ৩২০ কন্টেইনারে মোট ১৫ হাজার ৫৪০ লিটার পরিত্যক্ত অবস্থায় ডিজেল তেল জব্দ করা হয়।

নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক বলেন, ডিজেল তেলগুলো কোথা থেকে আনা হয়েছে সেগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss