spot_img

৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

শিক্ষার্থী পরিচয়ে ডাকাতির চেষ্টা, ধানমন্ডিতে গ্রেপ্তার ১৩

রাজধানীর ধানমন্ডি এলাকায় শিক্ষার্থী পরিচয়ে একটি বাসায় ডাকাতির চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে ধানমন্ডি থানার এসআই মাসুদ পারভেজ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ধানমন্ডির ১৩ নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ১৩ জন বাড়িটির দারোয়ানকে মারধর করে। বাড়ির ক্লোজ সার্কিট ক্যামেরাও ভাঙচুর করে। পরে বাসার বাসিন্দারা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। এ সময় ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়।

পরে এই ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই মাসুদ। তিনি বলেন, তদন্ত করে আরও বিস্তারিত জানানো হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss