spot_img

৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

অক্টোবর মাসে সড়কে ঝরল ৪৬৯ প্রাণ

গত অক্টোবর মাসে সারাদেশে ৪৬৯টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৬৯ জন, আহত হয়েছেন ১ হাজার ২৮০ জন। বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনটি জানিয়েছে, জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে এই তথ্য সংগ্রহ করা হয়েছে। এ সময় সড়ক, রেল ও নৌপথে মোট ৫৩২টি দুর্ঘটনায় ৫২৮ জন নিহত ও ১ হাজার ৩১০ জন আহত হন।

সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে ১২৬টি ঘটনায় ১৩০ জন নিহত ও ৩৪৩ জন আহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে ময়মনসিংহ বিভাগে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৭০টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত ও ১৩৭ জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৩৬ শতাংশ। দুর্ঘটনায় নিহতদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, চালক, শিক্ষার্থী, নারী ও শিশু রয়েছেন।

দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে সড়কের গর্ত, ফিটনেসবিহীন যান, অদক্ষ চালক, উল্টোপথে যানবাহন চলাচল ও রোড ডিভাইডার না থাকা।

যাত্রী কল্যাণ সমিতি দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক মেরামত, দক্ষ চালক তৈরির উদ্যোগ, রোড সাইন স্থাপন ও সড়ক পরিবহন আইন কঠোরভাবে বাস্তবায়নের সুপারিশ করেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss