spot_img

৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

পথচারীকে বাঁচাতে গিয়ে চট্টগ্রামে প্রাণ গেল শিক্ষার্থীর

চট্টগ্রামের হাটহাজারী কলেজ থেকে পরীক্ষা দিয়ে ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত মুহাম্মদ ফাহীম ইভান (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফাহীম ইভান ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের চামার দিঘি এলাকার খলিফার বাড়ির প্রবাসী জানে আলমের ছেলে ও ফটিকছড়ি সরকারি কলেজের একাউন্টটিং ডিপার্টমেন্টের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সাবেক ইউপি সদস্য সারোয়ার জানান, নিহত ইভান হাটহাজারী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিল। গত ২৮ অক্টোবর পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের সরকার হাটে দুই নারী পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয়। গত কয়েকদিন ফাহীম ইভান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মৃত্যুবরণ করেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss