spot_img

৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সাড়ে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ ফেলে পালালো পাচারকারী

কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ৫ কোটি টাকারও বেশি মূল্যের ক্রিস্টাল মেথ উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (১১ নভেম্বর) ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর চৌধুরী পাড়া সীমান্তে এ অভিযান চালানো হয় বলে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান।

উদ্ধার এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি সাড়ে ৬২ লাখ টাকা বলে লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন জানিয়েছেন।

লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন বলেন, “নাফ নদী সীমান্তের চৌধুরী পাড়া পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে সন্দেহজনক এক ব্যক্তিকে ছোট একটি ব্যাগসহ চৌধুরী পাড়া স্লুইচ গেইটের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা তাকে থামার জন্য নির্দেশ দেন।

“এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি ব্যাগটি নদীর কিনারায় ফেলে সাঁতরে মিয়ানমার দিকে পালিয়ে যায়। পরে ব্যাগটি খুলে ২ কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়।”

তিনি বলেন, উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে মজুদ রাখা হয়েছে।

তবে এ সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss