spot_img

৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

নাফ নদী থেকে ৬ জেলেকে ধরে নিলো আরাকান আর্মি

টেকনাফের নাফ নদী থেকে ৬ জন মাঝিমাল্লাসহ দুটি ট্রলার অপহরণ করেছে মিয়ানমারের আরাকান আর্মি। বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটের ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ।

তিনি বলেন, টেকনাফের ঘাট থেকে ইট, বালি ও সিমেন্টবোঝাই দুটি ট্রলার ৬ মাঝিমাল্লা নিয়ে সোমবার বিকেলে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু নাফ নদীতে জোয়ার ভাটার কারণে ট্রলার দুটি শাহপরীর দ্বীপে অবস্থান নেয়। এরপর মঙ্গলবার ট্রলার দুটি নাফ নদী হয়ে আবারও সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু বুধবার পেরিয়ে গেলেও সেন্টমার্টিনে পৌঁছায়নি।

জানা গেছে, ৬ মাঝিমাল্লাসহ দুটি ট্রলার মিয়ানমারের আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে টেকনাফস্থ-২ বিজিবির অধিনায়ক মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ট্রলারসহ মাঝিমাল্লা ধরে নিয়ে যাওয়া বিষয়টি জানা নেই। এছাড়াও কেউ অবহিতও করেনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss